Monday, April 22, 2013

কাল রাতে এইখানটায় কেটে গেছে

আমার পালক বিছানা
পাখি বালিশ

তোমার রুক্ষ হাত
আরও রুক্ষ কথাগুলো
আমি সাঁঝবাতির চোখে তাকিয়ে দেখেছি
কাল রাত জেগেছিল 

কাল হাত পুড়েছিল কারো